দ্বিতীয় বিয়ে ভাঙার গুঞ্জন, যা বললেন শবনম ফারিয়া

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০২ মে ২০২৩, ১০:৫৪

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন তিনি।


কিন্তু ১ বছর ৯ মাসেই সেই সংসার বিচ্ছেদ হয়। এসময় একে-অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেন। সেই অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বহু আগেই।  


এরপর বেশ একাকীত্ব সময় পার করছিলেন ফারিয়া। সেই একাকীত্ব সময় বেশি দিন কাটাতে হয়নি তাকে। কিছুদিন পরই নতুন প্রেম-বিয়ের খবরে আলোচনায় আসেন অভিনেত্রী। তবে এ নিয়ে সেসময় এক প্রকার মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি।  


এরপর ২০২২ সালের মে মাসে জানা যায় তারও ২ মাস আগে বিয়ে করেছেন শবনম ফারিয়া। কিন্তু এবার আর ঢাকঢোল পেটালেন না। চুপিসারে পারিবারিক আয়োজনে সারলেন বিয়ে। ইনস্টাগ্রামে পারিবারিক মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে আকারে-ইঙ্গিতে বিয়ের কথাটি বুঝিয়েছেন। তবে স্পষ্টবাক্যে বিয়ের কথা কখনোই বলেননি।


এদিকে, বেশ কিছু দিন ধরে শোবিজে কানাঘুষা চলছে, শবনম ফারিয়ার দ্বিতীয় সংসারটিও ভেঙে গেছে। অভিনেত্রীর সামাজিকমাধ্যম অ্যাকাউন্টে ‘বিরহ-বিচ্ছেদ’ অনুভবের নানা পোস্ট সেদিকে ইঙ্গিত করে। তবে বিয়ের মতো এই প্রসঙ্গেও নীরবতা পালন করছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও