তথ্য সংরক্ষণে ভার্চুয়াল হার্ড ড্রাইভের সুবিধা
ডেইলি স্টার
প্রকাশিত: ০২ মে ২০২৩, ১০:৪৯
কম্পিউটারে থাকা তথ্যের এক ধরনের গুদামঘর হচ্ছে হার্ড ড্রাইভ, তাই প্রয়োজন অনুযায়ী এ ক্ষেত্রে আমাদের বাড়তি হার্ড ড্রাইভও কিনতে হয়। এ ক্ষেত্রে হার্ড ড্রাইভের বিকল্প হতে পারে ভার্চুয়াল হার্ড ড্রাইভ (ভিএইচডি)।
যেটার ডিস্ক সেক্টর, নতুন ফাইল-ফোল্ডার তৈরি, ইউজার অ্যাপ্লিকেশন ও অপারেটিং সিস্টেম পরিচালনা সবই সাধারণ হার্ড ড্রাইভের মতো।
শুধু এটি পরিচালনা করার পদ্ধতিটা ভিন্ন। অন্য হার্ড ড্রাইভের মতো এটি কোনো হার্ডওয়্যার নয়, বরং সফটওয়্যার। এটি এমন এক ধরনের ফাইল ফরম্যাট ও অ্যাপ্লিকেশনের সমন্বয়, যা ব্যবহার করার জন্য প্রয়োজন পড়ে একটি ভার্চুয়াল যন্ত্রের। এটি পরিচালনার মূল কেন্দ্রে থাকে একটি ভার্চুয়ালাইজেশন ম্যানেজার ও প্যারেন্টিং অপারেটিং সিস্টেম। সাধারণ হার্ড ড্রাইভের মতো এতে ডিস্ক পার্টিশন ও ফাইল সিস্টেমের মতো ফিচারও রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হার্ড ড্রাইভ
- তথ্য সংরক্ষণ