জাদুঘরে প্রদর্শিত কলার শিল্পকর্ম খেয়ে ফেললেন শিক্ষার্থী

সমকাল দক্ষিণ কোরিয়া প্রকাশিত: ০২ মে ২০২৩, ০৭:৩১

দক্ষিণ কোরিয়ার সিউলে একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য লাগানো শিল্পকর্ম থেকে পাকা কলা খুলে নিয়ে খেয়ে ফেলেছেন এক শিক্ষার্থী। এই ঘটনায় ওই শিক্ষার্থীকে পড়তে হয়েছে জিজ্ঞাসাবাদের মুখে। তবে শিল্পকর্ম নষ্ট করার কোনো অভিযোগ আনা হয়নি তার বিরুদ্ধে।


শিক্ষার্থী বলেন, সকালের খাবার না খেয়ে বের হওয়ায় তিনি ক্ষুধার্ত ছিলেন। এ কারণেই তিনি ডাক্ট-টেপ দিয়ে আটকে রাখা কলাটি খুলে খেয়ে ফেলেছেন। পরে তিনি কলার খোসাটি আবার সেখানে সেঁটে দেন। তিনি নিজেও শিল্পকলা নিয়ে পড়ালেখা করছেন। খবর বিবিসির


প্রতিবেদনে বলা হয়, মাউরিজিও ক্যাটেলানের তৈরি করা ওই শিল্পকর্মটির নাম 'কমেডিয়ান'। শিল্পকর্মটিতে একটি পাকা কলা দেয়ালে ডাক্ট-টেপের সাহায্যে লাগানো ছিল।


স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, খেয়ে ফেলা কলাটির জায়গায় পরে নতুন আরেকটি কলা আটকে দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও