সিটি নির্বাচনে নৌকার শক্তি যাচাইয়ে আ.লীগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০১ মে ২০২৩, ১৯:০০

গাজীপুরসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মে-জুনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগের এই ভোট বর্জন করেছে বিএনপি। এ জন্য আওয়ামী লীগ পাঁচ সিটির তিনটিতেই প্রার্থী পরিবর্তন করেছে। ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় নিজস্ব ভোটের শক্তি যাচাই করতে চায় দলটি। সেই সঙ্গে সিটি নির্বাচনে জাতীয় নির্বাচনের আমেজ এনে বিদ্যমান ব্যবস্থায় আগামী জাতীয় ভোট ভালো হতে পারে, এমন দৃষ্টান্ত স্থাপন করতে চায় আওয়ামী লীগ সরকার।


সরকারি দলের কয়েকজন নেতা জানিয়েছেন, দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ রয়েছে। গুরুত্বপূর্ণ পাঁচটি সিটি করপোরেশনে ভোট হচ্ছে জাতীয় নির্বাচনের আগে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এক ধরনের জাতীয় নির্বাচনি আমেজ আসবে। যে কারণে নির্বাচন বিএনপি বর্জন করায় ভোটে জিতে আসার মতো ভালো প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। নৌকার প্রার্থী পরিবর্তন হওয়ায় সিটি নির্বাচন বাড়তি নজর কাড়বে। এর মধ্য দিয়ে নেতাকর্মীদের নির্বাচনকেন্দ্রিক সক্রিয় করে আওয়ামী লীগের নিজস্ব ভোটের শক্তি যাচাই করা সম্ভব হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও