![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2023%2F05%2F01%2Fi-4-677b360ccd31c358048daa961931e6af.jpg%3Fjadewits_media_id%3D855101)
নাটকীয় জয়ের পর রেফারির বিরুদ্ধে ক্লপের অভিযোগ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০১ মে ২০২৩, ১২:৪৭
বার বার একই রেফারির সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। ১৮ মাসের মাথায় আবারও রেফারি পল টিয়ের্নিকে কেন্দ্র করে মেজাজ দেখালেন লিভারপুল কোচ। সর্বশেষ ঘটনার পর ক্লপ অবশ্য জানতে চেয়েছেন, তাদের সঙ্গে টিয়ের্নির সমস্যাটা কোথায়।
গতকাল প্রিমিয়ার লিগে ৭ গোলের থ্রিলারে ম্যাচ জিতেছে লিভারপুল। তারা ১৫ মিনিটে ৩ গোলে এগিয়ে গেলেও টটেনহাম সমতা ফিরিয়ে ম্যাচ জমজমাট করে তুলেছিল। ম্যাচের নাটক আরও বাকি ছিল যোগ করা সময়ে। ৯৪ মিনিটে ডিয়েগো জটার গোলেই ৪-৩ গোলের জয় নিশ্চিত করেছে লিভারপুল। তার পরই অবশ্য পাগলাটে উদযাপন করেছেন ক্লপ। দৌঁড়ে গিয়ে চতুর্থ অফিশিয়াল জন ব্রুকসের সামনে নেচে উদযাপনের ভঙ্গি করেছেন। এমন আচরণে অবশ্য তাকে হলুদ কার্ড দেখিয়েছেন টিয়ের্নি।
- ট্যাগ:
- খেলা
- রেফারি
- ঝামেলায় জড়ানো
- ইয়ুর্গেন ক্লপ