কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পাঠানের মুক্তি পেছানোর অনুরোধ সিদ্ধান্তে অনড় মামুন

গত ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সে পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ড থেকে অনুমতি পেলে ৫ মে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাটি মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কিন্তু সিনেমাটির মুক্তি দুই সপ্তাহ পেছানোর অনুরোধ জানিয়েছেন ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রযোজক-পরিচালকেরা। গতকাল এক সংবাদে সম্মেলনে তাঁরা এ অনুরোধ করেন।

এবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা। ২০০৯ সালের পর এবারই সর্বোচ্চসংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে। এই মুহূর্তে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি দেওয়া হলে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন পরিচালক-প্রযোজকেরা। তাই গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পরিচালকেরা জানান, হিন্দি সিনেমার প্রদর্শনের বিপক্ষে নন তাঁরা। তবে এ মুহূর্তে হিন্দি সিনেমা চললে ঈদের সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই হিন্দি সিনেমার মুক্তি দু্‌ই সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান তাঁরা। এ সময় ‘কিল হিম’ সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমদানিকারক জানিয়েছে পরবর্তী সময়ে ডেট নাই। আমরা বলতে চাই, দুই সপ্তাহ পর যদি ডেট নিয়ে সমস্যা হয়, আমরা সবাই সহযোগিতা করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন