মার্কিন অর্থনীতি চাঙ্গা অস্ত্র ব্যবসায়
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও অস্ত্র উৎপাদন ও বিক্রি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে করেছে আরও চাঙ্গা। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্র। এটা মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোট দেশীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধিতে কেবল প্রতিরক্ষা খাতের অবদানই পাঁচ ভাগের এক ভাগ বলে রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। চলতি অর্থবছরে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে জো বাইডেন প্রশাসন। সেই ধারাবাহিকতায় আগামী বছর আরও বড় বাজেট পেতে যাচ্ছে পেন্টাগন। খবর ব্লুমবার্গের
গত বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের মোট অভ্যন্তরীণ পণ্যের পরিসংখ্যান অনুসারে, যুদ্ধের কারণে গত বছরজুড়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান প্রতিরক্ষা ব্যয় দেশটির মন্থর অর্থনীতিকে গতিশীল করতে সহায়তা করছে।
চলতি অর্থবছরের বাজেটে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জন্য ৮১৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা ২০২২ অর্থবছরের তুলনায় ৭৬ বিলিয়ন বেশি। এ ছাড়া আগামী অর্থবছরের বাজেটে সামরিক ব্যয় আরও বাড়তে পারে।