কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোথায় এই সেলফির মোড়

প্রথম আলো যশোর সদর প্রকাশিত: ০১ মে ২০২৩, ০৭:৩৪

যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের ইছালি মোড়, গ্রামবাসী এই জায়গার নাম দিয়েছেন ‘সেলফির মোড়’। এই মোড়ের রাস্তার দুই ধারে সারি সারি গাছ, ঝকঝকে পাকা রাস্তায় পড়ে বৃক্ষরাজির ছায়া। সব সময় সেখানে শীতল বাতাস বয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষের ভিড় হয় এখানে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোলা হয় সেলফি। আগে এই মোড়ে একটি দোকান থাকলেও এখন সাত থেকে আটটি দোকান রয়েছে। সেলফি তোলার সঙ্গে সঙ্গে সেখানে সময় কাটাচ্ছেন ঘুরতে আসা মানুষেরা। দোকানগুলোতে বিক্রি হচ্ছে চটপটি, ফুসকা, পেঁয়াজু, ছোলা, মুড়ি ইত্যাদি।


২৬ এপ্রিল ঘুরে এসেছি সেলফির মোড়। মোড়ে কথা হলো রাহুল স্টোরের দোকানির সঙ্গে। দোকানি প্রথম আলোকে বলেন, ‘এখানে অনেক দূর থেকে মানুষ আসে মোবাইল ক্যামেরায় সেলফি তুলতে। সেখান থেকেই নাম হয়ে গেছে সেলফির মোড়। কিছুদিন আগেই ইছালি ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্য এসে একটি অনুষ্ঠান করে সেলফি মোড় নাম দিয়ে দেন।’ রাহুল স্টোরের সাইনবোর্ডে অবশ্য লেখা আছে ‘সেলপির মোড়’। সেলফির আঞ্চলিক উচ্চারণে এমন লেখা হয়েছে বলে জানা গেল।


সেলফি মোড়ের পেঁয়াজু ও পাঁপড়বিক্রেতা রেবেকা বলেন, ‘তিন বছর আগেও শুধু আমার একটি টংদোকান ছিল। এখন এখানে অনেক দোকান হয়েছে। দূর থেকে মানুষ আমাদের এই সেলফি মোড়ে আসে। ছবি তোলে, সেলফি তোলে ও আমাদের দোকান থেকে পাঁপড়, ছোলা, পেঁয়াজু, মুড়ি কিনে খায়। বেচাকেনা খুব ভালো হয়, আমরা খেয়েপরে চলতে পারি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে