কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুই টাইলসের মাঝে কালো লম্বা দাগ পড়েছে?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১৮:৩০

দীর্ঘদিন ব্যবহারের পর টাইলস আর আগের মতো ঝকঝকে থাকে না। বিশেষ করে দুই টাইলসের মাঝে থাকা কালো দাগ বেশ দৃষ্টিকটু। শুরু থেকেই যত্নশীল হলে এই দাগ পড়া আটকানো সম্ভব। তারপরেও দাগ দেখা দিলে কী করবেন? জেনে নিন টাইলস পরিষ্কারের আদ্যোপান্ত।



  • প্রতিদিন ঘর মুছবেন। সপ্তাহে কয়েকদিন গরম পানিতে জীবাণুনাশক মিশিয়ে পরিষ্কার করুন মেঝে। ফ্যান ছেড়ে ভালোভাবে শুকিয়ে নিন যেন টাইলের ফাঁকে পানি জমে না থাকে।

  • সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার ও ব্রাশ দিয়ে পরিষ্কার করুন টাইলস। ক্লিনার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করে এরপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবেন।

  • রান্নাঘরের টাইলস দ্রুত ময়লা হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত তিনদিন লিকুইড ক্লিনার বা ডিটারজেন্ট দিয়ে টাইলস পরিষ্কার করুন।

  • বাথরুমের টাইলসের দাগ তুলতে সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে টাইলসে স্প্রে করুন।

  • কিছুক্ষণ অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। ভেজা বাথরুমে লবণ ছড়িয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করে ঘষে পরিষ্কার করে ফেললেও উপকার পাবেন।

  • দুই টাইলসের মাঝের কালো দাগ দূর করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।

  • বেকিং সোডা ও হাইড্রোজেন পারওক্সাইড একসঙ্গে মিশিয়েও দুই টাইলসের মাঝের দাগ পরিষ্কার করা যায়।

  • সমপরিমাণ ভিনেগার ও গরম পানি মিশিয়ে টাইলসে স্প্রে করুন। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও