মুখের কথা অনুবাদ করে শোনাবে এই ইয়ারবাডস
ইংরেজিতে দক্ষ হলেও ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে সমস্যা হয় অনেকের। ফলে ভিন্ন ভাষায় কথা বলা ব্যক্তিদের সঙ্গে আলোচনার সময় ভাষা জটিলতায় পড়েন অনেকেই। বিদেশ ভ্রমণের সময় এ সমস্যার মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। সমস্যার সমাধান দেবে মাইমানু ক্লিক এস মডেলের ইয়ারবাডস।
মাইমানু ক্লিক এস ইয়ারবাডস সামনে থাকা ব্যক্তির মুখের কথা ৩০টি ভাষায় অনুবাদ করে শোনাতে পারে। ফলে স্বচ্ছন্দে ভিনদেশি ব্যক্তির কথা বোঝা যায়। তারহীন ইয়ারবাডস কাজে লাগিয়ে গান শোনার পাশাপাশি ফোনেও কথা বলা সম্ভব। ফলে ভাষা অনুবাদের প্রয়োজন না হলে সাধারণ ইয়ারবাডসের মতোই ব্যবহার করা যায় মাইমানু ক্লিক এস।
মাইমানু ক্লিক এস ইয়ারবাডস একবার চার্জ টানা ১০ ঘণ্টা ব্যবহার করা যায়। চার্জ শেষ হলেও চিন্তা নেই, কেসের মধ্যে রেখে দিলেই স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকে। আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যায় ইয়ারবাডসটি। দাম ১১০ ডলার।