এবার ক্ষান্ত দাও, নির্দেশ ৬০০ শিশুর জন্মে শুক্রাণুদাতাকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ১৯:৫০
অন্তত ৬০০ শিশুকে জন্মদানে সহায়তা করেছে নেদারল্যান্ডসের শুক্রাণুদাতা জোনাথন; তবে এতজনকে শুক্রাণু দানের বৈধতা দেশটির আইনে নেই। ফলে আর কখনও কোনো সন্তানের জন্মদানে সহায়তা না করতে তাকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের এ নির্দেশ না মানলে ৪১ বছরের এই যুবককে অন্তত এক লাখ ইউরো জরিমানা গুনতে হতে পারে।
বিবিসি জানিয়েছে, এর আগে ২০১৭ সালে ফার্টাইলিটি ক্লিনিকে স্পার্ম দানে নিষেধাজ্ঞা এসেছিল; তখনই জোনাথন ১০০ এর বেশি শিশুর ‘বায়োলজিকাল ফাদার’।
ডাচ ক্লিনিকের নির্দেশনা অনুযায়ী, একজন দাতা সর্বোচ্চ ১২টি পরিবারে ২৫টির বেশি শিশুর জন্মে স্পার্ম সহায়তা দিতে পারে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- রোবট শুক্রাণু
- শুক্রাণু
- শুক্রাণু দান