মাকে এনজিও কর্মীর অসম্মান, টাওয়ারে উঠে ছেলের আত্মহত্যার চেষ্টা

আরটিভি চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:২৮

মায়ের সঙ্গে এনজিও কর্মীদের অশোভন আচরণ সইতে না পেরে মোবাইল অপারেটর টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে মোফাচ্ছেল (২০) নামের এক তরুণ।


শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেলে এক তরুণকে মোবাইল অপারেটর টাওয়ারে উঠতে দেখা যায়। সবাই তাকে নেমে আসার অনুরোধ করলেও তিনি সাড়া দেননি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র সমীর দাশগুপ্ত ও রাউজান পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক। তারা পুলিশ ও রাউজান ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ওই তরুণকে কৌশলে নিচে নামিয়ে আনা হয়। মোফাচ্ছেল নিচে নেমে আসার পরপরই অজ্ঞান হয়ে পড়লে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও