অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার : একটি পর্যালোচনা

যুগান্তর রাশিদুল হক প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:১৭

অটিজম হলো শিশুদের স্নায়ুবিকাশজনিত একটি সমস্যা বা রোগ, যার কারণে একটি শিশু সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে কম সক্ষম হয়। এ রোগটিকে একটি স্বতন্ত্র রোগ হিসাবে বিবেচনা করলে ভুল হবে (যদিও এ রোগটির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে); বরং বোঝানো হয়ে থাকে-স্নায়ুবিকাশজনিত সমস্যাগুলোর সংমিশ্রণ, যেখানে আত্মসংবৃতি, অ্যাসপারজারের সংরক্ষণ (Asperger' S syndrome) এবং পরিব্যাপক বিকাশমূলক ব্যাধির (pervasive developmental disorder, PDD) লক্ষণগুলো বিদ্যমান।


আবার এর সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ এক ধরনের সিনড্রোম, যার নাম ‘ফ্র্যাজাইল এক্স সিনড্রোম (Fragile X syndrome, FXS)। যদিও অনেক বিশেষজ্ঞ FXS-কে সরাসরি অটিজমের অংশ হিসাবে গণ্য করেন না; বরং বলেন যে, FXS-আক্রান্ত রোগীদের অটিজম হওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বেশি। ফ্র্যাজাইল এক্স সিনড্রোম মানব X ক্রোমোজোমে FMR1 (ফ্র্যাজাইল এক্স মেসেঞ্জার রিবোনিউক্লিওপ্রোটিন) জিনের মধ্যে নিউক্লিওটাইড CGG ট্রিপলেট পুনরাবৃত্তির কারণে ঘটে, যার পুনরাবৃত্তি ৫৫ থেকে ২০০ পর্যন্ত দেখা যায়। ফলে FMR1-জিনটি অকার্যকর হয় এবং তার প্রোটিন (FMRP) তৈরিতে ঘাটতি দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও