![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023April/fggdh-20230428203746.jpg)
কয়লা সংকটে উৎপাদন বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের
বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা সংকটে পাঁচদিন ধরে বিদ্যুৎ উৎপাদনে বন্ধ রয়েছে। গত ২৩ এপ্রিল রাত থেকে এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। মূলত ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, সপ্তাহ খানেকের মধ্যে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এর আগে কয়লা সংকটের কারণে চলতি বছরের ১৪ জানুয়ারি রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ার এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। পরে ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয় এ মেগা প্রকল্পের উৎপাদন। টানা তিনদিন বন্ধ থাকার পরে ১৮ এপ্রিল সচল হয় কেন্দ্র।