প্রাক্তনের সঙ্গে কি বন্ধুত্ব রাখা সম্ভব?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১৫:০৪
সম্পর্ক-বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, সেটা নির্ভর করবে বিভিন্ন পরিস্থিতির ওপর।
সম্পর্কে ভাঙন কষ্টকর- এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। তবে সময় পার হতে হতে সেই কষ্টের বোঝাও ফিকে হয়।
তারপর ফেলে আসা সঙ্গীর সঙ্গে ‘শুধু বন্ধু’ থাকার লেবেলে লাগাতে হলে বিভিন্ন দিক বিবেচনার বিষয় চলে আসে।
যেসব বিষয় গোনায় ধরতে হয়
কে কাকে পরিত্যাগ করলো; বিচ্ছেদের কারণ; কত দিনের সম্পর্ক ছিল; বিচ্ছেদের পর কার ওপর কী রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে- এই ধরনের বিভিন্ন বিষয় নির্ভর করবে প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব রাখার ওপর।
- ট্যাগ:
- লাইফ
- সম্পর্ক
- রক্ত সম্পর্ক
- সম্পর্কে বিশ্বাস