কোলনে পলিপ কেন হয়
প্রথম আলো
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১২:৩৩
কোলন বা বৃহদন্ত্রের দেয়ালে দেখা দেওয়া আঙুরের মতো অস্বাভাবিক ঝুলন্ত টিস্যুই হচ্ছে পলিপ।
কোলনে হয় বলে একে কোলন পলিপ বলা হয়। সাধারণত ৩০ থেকে ৩৫ বছর বয়সের পর এই পলিপ দেখা দেয়। অবশ্য জেনেটিক কারণে কারও কারও খুব ছোট বয়সেই কোলনে পলিপ হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গলব্লাডার পলিপ
- কোলন পলিপ