![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F0253d4b2-9bcd-4ad5-bbf7-572fe9170019%252FDHORMO_Palo.png%3Frect%3D29%252C0%252C1143%252C600%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
ছয়টি রোজায় পূর্ণ হবে এক বছরের রোজার আমল
আরবি মাসগুলোর মধ্যে শাওয়াল মাস বিশেষ মর্যাদাপূর্ণ। এ মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে। এ মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমজানের ঈদ।
পয়লা শাওয়াল সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া হয়। এ মাসের সঙ্গে হজ, ঈদ, রোজা, সদকা ও জাকাতের সংশ্লিষ্টতা আছে।
- ট্যাগ:
- মতামত
- রোজার শিক্ষা
- শাওয়াল মাস
- রোজার মাস