কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বছরজুড়ে মনে রাখা রোজার কথা

দেশ রূপান্তর মুফতি এনায়েতুল্লাহ প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১১:০৩

পবিত্র রমজান মাস শেষ হয়ে গেল। এটাই স্বাভাবিক যে, রমজান আসবে; যাবে। কিন্তু রমজানের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলোর কিছুটা যদি রোজা পরবর্তী সময়ে আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলেই সার্থকতা।


রমজানের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো মানুষ অন্যসময় না করতে পারলেও রমজানে অর্জন করেন। এর কিছু বিষয় মুসলমানদের জন্য সব সময়ই করণীয়। রমজানে সেগুলো আরও গুরুত্ব সহকারে পালন করা হয়। ওই গুণাবলির কিছু যদি সামনের এগারো মাস ধারণ করা যায়, তাহলে রমজানের স্মৃতি বাকি থাকবে এবং জীবন ফলপ্রসূ হবে।



তেমনই একটি বৈশিষ্ট্য হলো- ধৈর্য। ধৈর্য রোজাদারের অন্যতম গুণ। চাই সে উঁচু মানের রোজাদার হোক বা সাধারণ মানের, অধিক তাকওয়াবান হোক আর কম তাকওয়াওবান। ধৈর্যের গুণ তার মধ্যে পরিপূর্ণভাবেই থাকে। ইসলামি স্কলাররা ধৈর্যের ব্যাখ্যায় কিছু প্রকারভেদ উল্লেখ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও