দাস ব্যবসা সম্পর্কে জানেনই না চার্লস!
দাস ব্যবসা করে একসময় নিজেদের সম্পদ বৃদ্ধি করেছিল ব্রিটিশ রাজতন্ত্র। ওই ব্যবসা ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারেও রেখেছিল উল্লেখযোগ্য ভূমিকা। রাজা তৃতীয় চার্লস এসব বিষয় ‘জানেন না’, তাই তিনি দাস ব্যবসার সঙ্গে রাজতন্ত্রের সম্পর্ক জানতে সম্প্রতি আগ্রহী হয়েছেন। লিখেছেন তৃষা বড়ুয়া
গবেষণাকর্মে সহযোগিতা
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সম্প্রতি এক ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন। বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর দাস ব্যবসা ও ব্রিটিশ রাজতন্ত্রের মধ্যকার সম্পর্ক নিয়ে স্বাধীনভাবে যে গবেষণা শুরু হয়েছে, তাতে বাকিংহাম প্রাসাদ সহযোগিতা করবে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাকিংহাম প্রাসাদ থেকে এও জানানো হয়, রাজা তৃতীয় চার্লস গবেষণাকর্মটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইতিহাসবিদ ক্যামিলা ডি কোনিংয়ের নেতৃত্বে গবেষণাকর্মটির সঙ্গে যুক্ত আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হিস্টোরিক রয়্যাল প্যালেসেস (যুক্তরাজ্যের অনধিকৃত রাজপ্রাসাদ দেখভাল করা স্বাধীন দাতব্য সংস্থা)। গবেষকরা যাতে রয়্যাল আর্কাইভস ও রয়্যাল কালেকশনে প্রবেশে পূর্ণ অধিকার পান, তার অনুমতি দিয়েছে