কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মশা কেন কামড়ায়?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ০৮:৫৮

শীত-গ্রীষ্ম-বর্ষা, এখন যেন সারা বছর জুড়েই মশার উৎপাত! মশার কামড় থেকে ভনভন শব্দ, সবই যেন চরম অস্বস্তির উদ্রেক করে। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি মশা কেন কামড়ায়?


*** পুরুষ মশারা কামড়ায় না। ফলে কোনও রোগ বহন করে না। মূলত স্ত্রী মশাই কামড়ায় এবং রক্ত শুষে নেয়। জানা যায়, স্ত্রী মশারা রক্ত না পেলে ডিম পারতে পারে না।


*** মশা কামড়ালে অনেক সময় ত্বক ফুলে ওঠে, চুলকোয়। তার নেপথ্যেও কারণ আছে। মশারা হুলের মতো প্রবোসিস দিয়ে রক্ত শুষে নয়। মশারা যখন কামড়ায়, তখন সেগুলির সালাইভা অর্থা‍ৎ ত্বকের সঙ্গে মিশে যায়।


*** সেই কারণে শরীরের যে জায়গায় মশা কামড়ায়, সেই অংশটি ফুলে যায়। চুলকাতে শুরু করে। অনেকের ক্ষেত্রে যদিও মশার কামড় আরও বড় সমস্যা ডেকে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে