You have reached your daily news limit

Please log in to continue


হকি দলের প্রস্তুতি নাকি বাস-ট্রেন ভ্রমণ?

জুনিয়র এশিয়া হকিতে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্প করতে রাতে ভারত রওয়ানা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২৩ মে থেকে ১ জুন ওমানের সালালায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়া কাপ হকির নবম আসর।

১০ দলের এই টুর্নামেন্টে এবার ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান এবং উজবেকিস্তান। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড এবং চাইনিজ তাইপে। যুব দলের জন্য কোনো স্পন্সর না পাওয়ায় খেলোয়াড়দের সড়কপথেই ভারত পাঠাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এই যুগে এমন ঘটনা বিরল। রাত ১টায় বাসে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবে দল। বেনাপোল হয়ে কলকাতা এবং তারপর ট্রেনে দিল্লি। সেখান থেকে হরিয়ানা ও জলন্ধর। প্রস্তুতি শেষ করে আবার দিল্লি ফিরে উড়াল দেবে ওমানের পথে। সবকিছু মিলিয়ে প্রস্তুতির চেয়ে ঝক্কি-ঝামেলাই বেশি হবে খেলোয়াড়দের। এ যেন প্রস্তুতির নামে বাস ও ট্রেন ভ্রমণ! ২৩ জনের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন-উর-রশিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন