ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলা নিউজ ২৪ ভারত প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১৬:২০

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ভারতের আগরতলার পার্শ্ববর্তী সূর্যমনিনগর এলাকার ত্রিপুরা বিশ্ববিদ্যালয় চত্বর।  


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের পাশে থাকা দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকান। ওই এলাকায় থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্থানীয় বাসিন্দা ও দোকানিরা অগ্নি নির্বাপক দপ্তরে এ দুর্ঘটনার খবর দেন। এছাড়া তারা নিজেরাও আগুন নেভানোর কাজে সাহায্য করেন।  


খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে বাজার ঘাট থেকে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না দেখে দমকল কর্মীরা আরও গাড়ি পাঠানোর অনুরোধ জানান। সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গা থেকে মোট চারটি আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও