হু হু করে বাড়ছে পেঁয়াজ-রসুন-আদার দাম, পিছিয়ে নেই আলু

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১৫:১০

 রাজধানীর বাজারগুলোতে প্রতিনিয়ত বাড়ছে আলুসহ পেঁয়াজ-রসুন-আদার দাম।


উৎপাদন কম, আমদানি বন্ধ ও সরবরাহের ঘাটতির কারণে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।


তবে ক্রেতারা বলছেন, বাজারে সবগুলো পণ্য পর্যাপ্ত থাকলেও, কারসাজি করে দাম বাড়াচ্ছেন বিক্রেতারা।


বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, ঈদের পর এখনো সেভাবে জমে ওঠেনি রাজধানীর অন্যতম বড় এই পাইকারি ও খুচরা বাজার। ঈদে বাড়ি যাওয়া বিক্রেতারা এখনো ঢাকায় না ফেরায়, সাধারণ সময়ের তুলনায় খোলা দোকানের সংখ্যা নেহায়েত কম। ক্রেতার সংখ্যাও খুব একটা বেশি না।


বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারে বর্তমানে প্রতি পাল্লা (পাঁচ কেজি) আলু বিক্রি হচ্ছে ১৬০ টাকা। ঈদের একদিন আগেও যা বিক্রি হয় ১৪০ টাকায় এবং এক মাস আগে বিক্রি হয়েছে ১০০ টাকায়।


দাম বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে আলু বিক্রেতা রতন বলেন, গতবারের চেয়ে এবার আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। আর যা উৎপাদন হয়েছে সেটাও স্টোরেজে সংরক্ষণ করার করণে বাজারে পর্যাপ্ত সরবরাহ নেই। তাই দাম বাড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও