কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাধিক স্মার্টফোনে চালানো যাচ্ছে হোয়াটসঅ্যাপ

বণিক বার্তা প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৩, ১০:০০

মাল্টি-ডিভাইস বা একাধিক স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চালানোর ফিচারটি এখন উপলব্ধ। মেটা মালিকানাধীন প্লাটফর্মটির সিইও মার্ক জাকারবার্গ তার ফেসবুক ও ইনস্টাগ্রামে অনেক আগেই ফিচারটি চালুর ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি একটি পোস্টে তিনি জানিয়েছেন, এখন থেকে সর্বোচ্চ চারটি ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করা যাবে। খবর টেকক্রাঞ্চ।


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলছে, ফিচারটি প্লাটফর্মটির সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এর আগে কেবল একটি সেলফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে ব্যবহার করা যেত। নতুন ফিচার চালু হওয়ায় ব্যবহারকারীর বার্তাগুলো অন্যান্য সেলফোনসহ লগইন করা সব ডিভাইসে সিংক হবে। সুতরাং যদি কোনো ডিভাইস বন্ধ হয়ে যায় তবে অন্যান্য ডিভাইস থেকে প্লাটফর্মটিতে অ্যাকসেস করা যাবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও