কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্দো-প্যাসিফিক রূপরেখা ঘোষণার পেছনে কী

প্রথম আলো আলী রীয়াজ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১৩:৩২

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘ইন্দো-প্যাসিফিক রূপরেখা’ ঘোষণা একাধিক কারণে কৌতূহলোদ্দীপক। এর মধ্যে অন্যতম হচ্ছে, কোন সময়ে এই রূপরেখার কথা ঘোষণা করা হলো। এ ঘোষণার পটভূমি স্মরণ না করলে বাংলাদেশের অবস্থানের তাৎপর্য বোঝা যাবে না।


এই ‘রূপরেখা’র উদ্দেশ্য কী, সেটাও বিবেচ্য। বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ মৈত্রীর প্রেক্ষাপটে এই ঘোষণা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেই প্রশ্নও উঠবে।


এ ধরনের রূপরেখা যে অকস্মাৎ তৈরি হয়নি, সেটা সহজেই বোধগম্য। ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশের এ বিষয়ে আরও আগেই একটি সুস্পষ্ট অবস্থান তৈরি করা দরকার ছিল। নিঃসন্দেহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্ষমতাসীন নীতিনির্ধারক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে বেশ কিছু সময় ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এই রূপরেখা ঘোষণার প্রেক্ষাপট লক্ষ করার মতো। সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও যুক্তরাষ্ট্র সফর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও