পুরোনো মডেলের বাইক আনছে হিরো
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ১০:৫০
অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা সংস্থা হিরো। এবার পুরোনো মডেলের একটি বাইক পুনরায় বাজারে আনছে। হিরো প্যাশন প্লাস মোটরবাইকটি ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। মূলত কম চাহিদার কারণে এই বাইক বন্ধ করে দিয়েছিল হিরো মটোকর্প। কিন্তু সম্প্রতি আবারও এই বাইক পুনরায় লঞ্চ করতে চলেছে সংস্থা।
এটি ছিল সংস্থার ১০০ সিসির একটি দুর্দান্ত মোটরবাইক। বর্তমানে যে প্যাশন বিক্রি হয় তাতে মেলে ১১০ সিসি ইঞ্জিন। যদিও সংস্থার ঝুলিতে এরই মধ্যে ১০০ সিসির স্প্লেন্ডর, এইচ এফ ডিলাক্সের মতো বেস্ট সেলিং বাইক রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হিরো মোটর
- নতুন মোটরসাইকেল