![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-04%252F532a23ea-3456-42c7-9b3b-736b6e4a28a1%252Funknown_336275496_758725252537730_3577761319626917857_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D50%26w%3D640)
৫০ কোটি টাকায় বাংলো কিনলেন আলিয়া, বোন শাহিনের জন্য কিনলেন দুটি ফ্ল্যাট
প্রথম আলো
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৮:৩৩
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বলিউড পেরিয়ে অভিনয় করছেন হলিউডেও। শুধু অভিনয় নয়, সিনেমা প্রযোজনাও করছেন এই অভিনেত্রী। সঙ্গে রয়েছে স্বামী রণবীর কাপুর এবং মেয়ে রাহাকে নিয়ে তার ছোট্ট একটা সংসার। এই ছোট্ট সংসারের জন্য আলিয়া এবার কিনলেন বিলাসবহুল এক বাংলো। যার মূল্য ৩৮ কোটি রুপি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস
২ হাজার ৪৯৭ স্কয়ার ফুটের বিলাসবহুল এই বাংলোর মূল্য ৩৭ কোটি ৮০ লাখ রুপি পরিশোধ করবে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ৫০ কোটি টাকা।
পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত এরিয়াল ভিউ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত এই বাংলো। এখানে আলিয়ার স্বামী রণবীর কাপুরও ২০১৬ সালে বাংলো কিনেছিলেন। রণবীরকে খরচ করতে হয়েছিল ৩৫ কোটি রুপি।