কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভালো প্রস্তুতির’ স্বস্তি নিয়ে শ্রীলঙ্কা গেল মেয়েরা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১৮:১৭

মেয়েদের ক্রিকেটে ধীরে ধীরে শক্তিশালী দল হয়ে উঠছে বাংলাদেশ। প্রতিবার বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলতে হয় তাদের।


আইসিসি উমেন্স চ্যাম্পিয়নশিপে নাম লেখানোয় এখন বাংলাদেশের সেটি থেকে বের হওয়ার সুযোগ। যদিও শুরুটা ভালো হয়নি নিগার  সুলতানা জ্যোতিদের।  


গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। একটি ম্যাচও জিততে পারেনি সেবার। এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে মঙ্গলবার দুপুর একটায় উড়াল দেয় বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো জিততে পারলে আছে সরাসরি বিশ্বকাপে খেলার হাতছানি।  


এ নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের অলরাউন্ডার জাহানারা আলম বলেছেন, ‘এখান থেকে কিছু পয়েন্ট অর্জন করে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে। এদিক থেকে বড় একটা রোল প্লে করবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার রাউন্ড। অবশ্যই আর বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ড খেলতে চাই না। একটা হয়েছে নিউজিল্যান্ডে। দ্বিতীয় দ্বিপাক্ষীক সিরিজ হচ্ছে শ্রীলঙ্কায়। আমরা চেষ্টা করব, যতটা সম্ভব পয়েন্ট অর্জন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। ’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও