পাকিস্তানে আবারও সেনা শাসনের আশঙ্কা

চ্যানেল আই পাকিস্তান প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১৪:৩৩

পাকিস্তানের নাগরিকদের দুর্দশা বেড়েই চলেছে। চরম অর্থ ও খাদ্য সঙ্কটে দিন কাটছে দেশটির নাগরিকদের। এই পরিস্থিতিতে দেশের সাবেক প্রধানমন্ত্রী শাহীদ খোকন আব্বাসির আশঙ্কা করছেন, যদি দেশের শাসন ব্যবস্থার আরও অবনতি হতে থাকে, তা হলে খুব শীঘ্রই সেনাবাহিনী ক্ষমতা দখল করবে।


আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


আব্বাসি বলেন, অতীতেও যখন রাজনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়েছিল, তখনও সেনা হস্তক্ষেপ করেছিল। বর্তমানে পাকিস্তানের অর্থ, খাদ্য সঙ্কট ক্রমশ বেড়েই চলেছে। ঋণে জর্জরিত পাক সরকারকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে হাত পাততে হয়েছে। তার পরেও পরিস্থিতির বিশেষ উন্নতি তো হয়নি, বরং দেশ দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে চলেছে।


এই পরিস্থিতিতে যদি সমাজ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিরোধ আরও বাড়ে, তা হলে সামরিক হস্তক্ষেপ ছাড়া আর কোনও পথ থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও