পাঁচদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

সমকাল বেনাপোল স্থল বন্দর প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০১

ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে সোমবার আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এ দিন সকাল থেকেই কাস্টম হাউজে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও বন্দরে পণ্য লোড আনলোড শুরু হয়েছে। এর মাধ্যমে কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর।


অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার। আড়াই ঘণ্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও