কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশীয় ওটিটির বিকাশে বাধা এফটিপি সার্ভার?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ১৫:০০

দেশে লাইসেন্সধারী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সংখ্যা আড়াই হাজারের বেশি। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) সার্ভার। এসব সার্ভারের নিজস্ব কোনও কনটেন্ট নেই। অনলাইন বা বিনোদনের নতুন প্ল্যাটফর্ম ওটিটি-তে (ওভার দ্য টপ) কোনও কনটেন্ট প্রচারের ১০-১২ ঘণ্টার মধ্যে তা ডাউনলোড করা হয় এফটিপি সার্ভারে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তার গ্রাহকদের বিনামূল্যে বাড়তি বিনোদন দিতে এফটিপি সার্ভারের সেবা দিয়ে থাকে। যা দেশীয় ‍ওটিটি প্ল্যাটফর্মগুলোর জন্য হুমকি বলে মনে করেন এর উদ্যোক্তারা।


দেশীয় ওটিটির উদ্যোক্তারা বলছেন, তাদের পেইড কনটেন্ট কপি হয়ে চলে যাচ্ছে এফটিপি সার্ভারে। এফটিপি সার্ভার বন্ধ না হওয়ায় তাদের বিশাল বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। উদ্যোক্তারা শিগগিরই এফটিপি সার্ভার বন্ধ করার বিষয়ে আইএসপিগুলোকে চিঠি দেবেন বলে জানা গেছে। অপরদিকে আইএসপিগুলোর সংগঠন আইএসপিএবি বলছে, ওটিটি নীতিমালা তৈরি হলে এই খাতের বিদ্যমান সমস্যা দূর হয়ে যাবে।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও