You have reached your daily news limit

Please log in to continue


১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় মেসি, রহস্য কী

লিওনেল মেসির বার্সেলোনায় সম্ভাব্য ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। পিএসজিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই জুনেই। এরপর মেসি যেতে পারেন যেকোনো জায়গাতেই। তাঁর প্রস্তাবও আছে।

সম্ভাব্য গন্তব্যের বেশ কয়েকটি নামও শোনা যাচ্ছে, কিন্তু পিএসজি ছাড়লে মেসির বার্সেলোনায় ফেরার ব্যাপারটি নিয়েই বেশি আলোচনা। বার্সাও চাচ্ছে মেসিকে ফেরাতে। বর্তমান কোচ জাভি হার্নান্দেজও খুব করেই চাইছেন সাবেক সতীর্থকে পেতে। এর মধ্যেই খুব গোপনে মেসি বার্সেলোনায় পা রেখেছেন বলে নিশ্চিত করেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তিনি নাকি বার্সেলোনায় গেছেন ১৫টি স্যুটকেস নিয়ে।

মেসি বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর ছেড়েছেন খুব গোপনে। বিমানবন্দরের পেছন দরজা দিয়ে। ভক্তদের ভিড় এড়াতে সেটি তিনি করতেই পারেন, কিন্তু ১৫টি স্যুটকেস নিয়ে বার্সেলোনায় যাওয়াটা স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর কাছে বেশ রহস্যজনক। স্যুটকেসের পরিমাণ ও আকার নিয়ে চলছে নানা গুঞ্জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন