You have reached your daily news limit

Please log in to continue


ওরা আমাকে ফেয়ারওয়েল দিতে চাইছিল: অবসরের ইঙ্গিত ধোনির!

ইডেন গার্ডেনে শেষ ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি! দর্শকরা যেভাবে বিদায় জানালো কিংবদন্তিকে, ধোনি নিজেও যেমন করে কথা বললেন, তাতে অবসরের ইঙ্গিত স্পষ্ট।

ষাট হাজার আসন-বিশিষ্ট স্টেডিয়াম যেন হয়ে গিয়েছিল হলুদ সমুদ্র। কলকাতার ইডেন গার্ডেনকে দেখে মনে হচ্ছিল চেন্নাইয়ের কোনো স্টেডিয়াম। সবকিছুই ধোনিকে বিদায় জানাতে। পুরো স্টেডিয়ামে স্রেফ একটাই ধ্বনি উঠলো, ‘ধোনি, ধোনি….’।

ইডেনকে এমন চেহারায় দেখে আবেগী হয়ে পড়লেন ৪১ বছরের ধোনি। ম্যাচের পর চেন্নাই অধিনায়ক বললেন, ‘আমি শুধু এটাই বলব যে এভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ। প্রচুর মানুষ এসেছেন। এরপর যখন কেকেআরের ম্যাচ হবে, তাদের মধ্যে অধিকাংশ কেকেআরের জার্সি পরে মাঠে আসবেন। সেটা নিশ্চিতভাবে বলতে পারি। ওরা নিজেদের দলের প্রতি ভালোবাসা উজাড় করে দেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন