মাসিক সাবস্ক্রিপশন ফি পরিশোধ না করায় শাহরুখ খানসহ বরেণ্য ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের নীল টিক মার্ক উঠিয়ে নেয় কর্তৃপক্ষ। ভারতজুড়ে হৈ চৈ পড়ে যায়। অবশ্য কদিন পর আবারও তা ফিরিয়ে দিয়েছে টুইটার।
তবে টুইটারে নীল টিক দৃশ্যমান রাখতে তারা টুইটারকে বকেয়া পরিশোধ করেছেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি টুইটার কর্তৃপক্ষ। অবশ্য টুইটারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।