সুদান ছাড়ছেন বিভিন্ন দেশের নাগরিক ও কূটনীতিকরা
সুদানের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যাকার লড়াই অব্যাহত থাকায় দেশজুড়ে ইন্টারনেট বিভ্রাটের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে দেশটি ছেড়ে যাচ্ছেন বিভিন্ন দেশের নাগরিকরা। কিছু কিছু দেশ তাদের কূটনীতিকদেরও সরিয়ে নিচ্ছে।
সুদান থেকে মার্কিন সরকারি কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়েছে। ইটালিসহ ইউরোপের দেশগুলো খার্তুম থেকে দূতাবাস কর্মী ও নাগরিকদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।
জাতিসংঘ জানিয়েছে বিশ হাজার মানুষ সুদান ছেড়ে পালিয়েছে পাশের দেশগুলোতে আশ্রয় নেয়ার জন্য। এদের বেশিরভাগ নারী ও শিশু।
সুদানের সামরিক নেতৃত্বের দুই অংশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের কারণে গত সপ্তাহে এই সহিংসতা শুরু হয়। এক সপ্তাহ ধরে চলা সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে চার শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে চার হাজারেরও বেশি মানুষ।