স্বস্তির ঈদ, আনন্দের ঈদ

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৩, ০৮:২৬

ঈদ আসে আনন্দ নিয়ে। বাঙালি মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আনন্দ নিয়ে আসার কথা থাকলেও সব ঈদ পরিপূর্ণ আনন্দ নিয়ে আসতে পারে না। কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো আবহাওয়া, কখনো দুর্ঘটনা- ঈদের আনন্দে বিঘ্ন ঘটায়। অনেকদিন পর বাংলাদেশে ঈদ এসেছিল আনন্দের জোয়ার নিয়ে। ইউক্রেন যুদ্ধ এখনও আছে, তবে তার ধকল অনেকটাই গা সওয়া হয়ে গেছে। মূল্যস্ফীতির চাপও কিছুটা সয়ে এসেছে। ফলে এবার ঈদ সত্যিকার অর্থেই বাংলার ঘরে ঘরে আনন্দ নিয়ে এসেছিল।


বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা বাদ দিলে বড় ছোট সব শপিং মল, এমনকি ফুটপাতের বাজারেও ছিল মানুষের ঢল। সব মানুষ ঈদের জামা পেয়েছে, এমনটি বলা পরিসংখ্যানের বিবেচনায় হয়তো সত্যি হবে না। তবে প্রায় সবাই নতুন জামা পরে ঈদ করেছেন এমনটি বলাই যায়। আসলে ঈদ এলে যাকাত, ফিতরা, ব্যক্তিগত দান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের চেষ্টা থাকে; সবার ঘরে যেন একটু হলেও ঈদের আনন্দ পৌঁছে দেয়া যায়। আর ভাগাভাগি করলেই ঈদের আনন্দ বাড়ে। সেটাই ইসলামে ঈদের মূল চেতনা। তাই বলাই যায়, চোখের সামনে কেউ নিরানন্দ ঈদ কাটায়নি এবার।


ঈদের সময়ও যারা ঢাকায় থাকেন, তাদের আনন্দে বাড়তি মাত্রা আনে ফাঁকা রাজপথ। বছরজুড়ে যানজটে স্থবির ঢাকা, ঈদের নতুন চেহারা পায়। ঈদের সময়টা ঢাকা থাকে একদম ফাঁকা। ভিড় শুধু বিনোদন কেন্দ্রে, পার্কে, চিড়িয়াখানায়। এবার ঈদের বিনোদন আকর্ষণে নতুন যুক্ত হয়েছে মেট্রোরেল। অনেকেই ঈদের ছুটিতে বেড়ানোর তালিকায় রেখেছিলেন মেট্রোরেলকে। ঈদ এলেই পুরান ঢাকার ঘোড়ার গাড়ি চলে আসে মানিক মিয়া এভিনিউতে। ঈদের সবাই ভিআইপি। সব রাস্তা সবার জন্য খোলা। নতুন জামা পরে, এক রিকশায় অনেকে মিলে ভিআইপি রোড দাপিয়ে বেড়ানোও ঈদের আনন্দে নতুন মাত্রা আনে। ফাঁকা রাস্তায় গান শুনতে শুনতে লংড্রাইভে যাওয়াও কারো কারো ঈদের আনন্দ। এছাড়া ঢাকার আশপাশে খোলা জায়গায়, নদীর তীরে, নৌকায়ও ছিল মানুষের আনন্দ খোঁজার তাড়া। স্বজনদের বাসায় বেড়াতে যাওয়াও যেন ঈদেরই অংশ।


তবে শহরবাসী মানুষের সবচেয়ে বড় ঈদ হলো বাড়ি ফেরা, মানে ফেলে আসা গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে ঈদ উদযাপন করা। পেটের টানে ঢাকায় ছুটে আসা অনেক মানুষের প্রাণটা বাধা থাকে গ্রামে, যেখানে পোতা আছে তার নাড়ি, যেখানে তার শিকড়। প্রতিবছরই ঈদে বাড়ি ফেরা মানেই অনন্ত ভোগান্তি। এবার ভোগান্তি একেবারে হয়নি, সেটা বললে নিশ্চয়ই কেউ কেউ আপত্তি করবেন। কিন্তু গত অনেকবছরের মধ্যে এবারের বাড়ি ফেরা ছিল সত্যিই আনন্দদায়ক। রেলভ্রমণ তুলনামূলক আরামদায়ক ও নিরাপদ। তাই বাড়ি ফিরতে সবার প্রথম পছন্দ ট্রেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও