রোদে বেরিয়ে ত্বক বেহাল? দেখুন, চালধোয়া পানির কারিশমা
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১০:৪৪
ভাত বসানোর আগে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কম সময় লাগে। অনেকেই সে পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিয়ে ভাত রান্না করেন। কিন্তু এতক্ষণ যে পানিতে চাল ভিজল, তার সঙ্গে অনেকটাই পুষ্টিগুণ চলে গেল। সেই পানি এর পর থেকে ফেলে না দিয়ে দারুণ রূপচর্চা করতে পারেন কিন্তু! ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই চালধোয়া পানির জুড়ি মেলা ভার।
রূপচর্চায় চালের পানি বেশি ব্যবহার করেন চীনারা। ভাত বসানোর আগে চালের পানি একবার ঝেড়ে নেওয়া হয় বহু বাড়িতেই। সেই পানিটি ফেলে না দিয়ে চুল ও ত্বকের যত্নে দিব্যি ব্যবহার করেন তারা।