 
                    
                    সিনেমা আমদানি: অনুমতি হয়েছে, এখন নীতিমালা চান হল মালিকরা
                        
                            বিডি নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৩, ১০:৩৪
                        
                    
                প্রেক্ষাগৃহ মালিকদের চাওয়া পূরণ হয়েছে, সরকার ভারতীয় সিনেমা দেশে দেখানোর অনুমতি দিয়েছে। তারা এখন বলছেন, সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানির একটি নীতিমালা প্রয়োজন।
বর্তমানে দেশে সিনেমা যেখানে এক কোটি টাকা ব্যবসা করতেই হিমশিম খাচ্ছে, সেখানে ভারতীয় ‘ভালো’ সিনেমা অনায়াসেই ১০ কোটি টাকা ব্যবসা করতে পারবে বলে আশায় ভর করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।
তিনি গ্লিটজকে বলেন, “এখন আমাদের দেশের একটা ভালো সিনেমাও এক কোটি টাকা ব্যবসা করতে পারে কি না সন্দেহ। সেই বাজারই নাই। গত বছর দুইটা সিনেমা কোটির ঘরে ব্যবসা করেছে।”
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- সিনেমা হল
- ভারতীয় সিনেমা
 
                    
                 
                    
                