
মাছের বাজারে ভিড় কম, বেড়েছে গরু ও মুরগির মাংসের দাম
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ১৫:৪৬
ঈদের আগ মুহূর্তে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে ক্রেতা তুলনামূলক কম। যারা জরুরি প্রয়োজনে ঢাকায় ঈদ করছেন কিংবা এখানকার স্থানীয় তারাই শেষ মুহূর্তে ঈদের বাজার করছেন। মাছের বাজারে ক্রেতা তেমন একটা নেই। তবে মাংসের বাজারে বেশ ভিড় রয়েছে।
ভিড় কম থাকলেও মাছের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত ছিল। কিন্তু গরু ও মুরগির মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা করে।শুক্রবার (২১ এপ্রিল) সকালে মিরপুর ১ নম্বরের কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, গরুর মাংস, ব্রয়লার মুরগি ও কক মুরগির মাংসের দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শশা, টমেটো, গাজর ও লেবুর মতো সালাদ জাতীয় সবজির দাম। দ্রব্যমূল্যের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।