কিশোর–কিশোরীদের পোশাকে এখন কোন ট্রেন্ড চলছে
প্রথম আলো
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ১৩:৩৬
কিশোর-কিশোরী বা টিনএজ বলা হয় ১৩ থেকে ১৯ বছরের ছেলেমেয়েদের। এই সময় সব মানুষের জন্যই অন্য রকম। বলা হয়, কৈশোরের সময়টা শুরু হয় অবাক বিস্ময় নিয়ে। আবার অনেকে বলে থাকেন, অজানা ভালো লাগা, মুগ্ধতার ঘোর এবং শারীরিক পরিবর্তনের কিছু বাস্তব বিষয়ের মুখোমুখি হওয়াই হচ্ছে কৈশোর।
সে যা–ই হোক, প্রযুক্তিনির্ভর এই সময়ে কিশোর-কিশোরীরাও কয়েক ধাপ এগোনো। নিজেদের মনোজগৎ নিয়ে তারা যেমন সচেতন, ঠিক তেমনি নিজেদের সাজপোশাক নিয়েও কম যায় না কিশোরের দল।