ডলারের দিন কি ফুরিয়ে এল? আন্তর্জাতিক বাজারে কি শীঘ্রই ছড়ি ঘোরাবে ভারতের টাকা! কী ভাবে?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৩, ০৮:৪৮
আন্তর্জাতিক বাজারে আমেরিকার ডলারের একচ্ছত্র আধিপত্যের কথা কারও অজানা নয়। ডলারের মূল্যের সঙ্গে তুল্যমূল্য বিচারে অন্য দেশগুলির মুদ্রার মান বিচার করা হয়।
তাদের অর্থনৈতিক দাঁড়িপাল্লার ভার অনেকাংশেই নির্ভর করে ডলারের উপর।
আন্তর্জাতিক ব্যাঙ্কিং ব্যবস্থাতেও ডলারেরই রমরমা। বেশির ভাগ কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ডলারকেই বৈদেশিক লেনদেনের মাধ্যম হিসাবে সংরক্ষণ করে থাকে। পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে ডলারকে স্থানীয় মুদ্রায় বদলে নেওয়া যায় অনায়াসে।