ত্বক পরিচর্যায় রোদে পোড়াভাব দূর করার উপায়
সূর্যের তাপ যতই হোক, কাজের জন্য বের হতেই হয়।
আর ফলাফল হিসেবে ভোগ করতে হয় নানান সমস্যা। এর মধ্যে ত্বকে পোড়াভাবও রয়েছে।
চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ‘ট্যান’ দুই রকমের। একটি হল ‘সাময়িক পোড়াভাব’ যা রোদে যাওয়ার সাথে সাথে সৃষ্টি হয় এবং সারতে প্রায় পরবর্তী ২৪ ঘন্টা সময় লাগে।
আরেকটি হল ‘দীর্ঘস্থায়ী পোড়াভাব’ যা সারতে পরবর্তী কয়েক সপ্তাহ সময় লাগে।
পোড়াভাব কমানোর উপায়
রোদের কারণে মুখ, গলা, ঘাড় ও বাহু কালচে হয়ে যায়। এই কালচেভাব দূর করার রয়েছে নানান উপায়।
ভারতের ‘দ্যা স্কিন সেন্স, স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা, ত্বক বিশেষজ্ঞ ও কস্মেটোলজিস্ট ডা. আলেকা সিঙ্গাপুরি রোদে পোড়াভাব কমাতে কয়েকটি ঘরোয়া উপায় সম্পর্কে জানান হিন্দুস্তান টাইমস’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে।
এক্সফলিয়েশন
ত্বকের মৃত কোষ দূর করতে এক্সফলিয়েশন খুব ভালো উপায়। এটা আলতোভাবে ত্বকের ওপরের মৃত কোষ দূর করে উজ্জ্বল ও সতেজভাব আনে।
খুব বেশি ‘ট্যানিং’য়ের সমস্যা থাকলে কেমিক্যাল এক্সফলিয়েশন করা উপকারী। ত্বক উজ্জ্বলকারী উপাদান যেমন- গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাক্টিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
ফিজিক্যাল এক্সফলিয়েট করতে দুই টেবিল-চামচ ওটমিলের সঙ্গে দুই টেবিল-চামচ দুধ মিশিয়ে ব্যবহার করা যায়।
ডি-ট্যান ফেইস প্যাক
ত্বক উজ্জ্বল করে এমন উপাদান যেমন- ভিটামিন সি এবং লিকোরিশ; ত্বকের রোদে পোড়াভাব কমাতে খুব ভালো কাজ করে।
ভিটামিন সি’য়ের যৌগ মেলানিন পিগমেন্ট ভেঙে দেয় এবং রং উজ্জ্বল করে। সপ্তাহে দুবার ‘ডি-ট্যান ফেইস প্যাক’ ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- রোদে পোড়া ত্বক