স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের যাত্রীরা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ১৮:২৪

পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। কেউ গণপরিবহনে আবার কেউ খোলা ট্রাকে, কেউ পিকআপভ্যান ও ব্যক্তিগত গাড়িতে ফিরছেন। এ কারণে গত দুই দিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ। তবে চাপ থাকলেও নেই যানজট। স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। ফলে অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের পথের যাত্রীরা। 


বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সকালের তুলনায় বিকালে গাড়ির চাপ বেড়েছে।


বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘ঈদযাত্রায় এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি। গাড়ির চাপ থাকলেও জট নেই। এ কারণে মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছেন। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা যানজট নিরসনে সব সময় মাঠে আছি। আশা করছি, এবার ঈদে মানুষকে যানজটের ভোগান্তি পোহাতে হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও