রাশিয়া থেকে কম দামে তেল কিনছে পাকিস্তান
ভারতের পর এবার রাশিয়া থেকে ছাড়কৃত মূল্যে জ্বালানি তেল কিনছে পাকিস্তান। এ নিয়ে মস্কো ও ইসলামাবাদের মধ্যে চুক্তি হয়েছে। আগামী মে মাসেই তেলবাহী প্রথম জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়বে।
পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো। এই বাস্তবতায় গত এক বছরে রাশিয়া ভারত ও চীনে জ্বালানি তেল বিক্রি বৃদ্ধি করেছে। বস্তুত, রাশিয়া এখন ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। সেই তালিকায় এবার যুক্ত হলো পাকিস্তান।