যাত্রী আছে, যাত্রী নেই
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ময়মনসিংহ রুটের এনা ট্রান্সপোর্টের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। চলছে টিকিট বিক্রির ধুম। দম ফেলার ফুরসত পাচ্ছেন না কাউন্টারের টিকিট মাস্টার। অথচ এ টার্মিনালের অন্য বাস কাউন্টারের চিত্র একেবারেই ভিন্ন। অনেক টিকিট মাস্টার অলস সময় পার করছেন।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী হাবিবুর রহমান ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাবেন। এনা কাউন্টারে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করেছেন, তবুও টিকিট মেলেনি। হাবিব জানান, সকাল সকাল অফিসে গিয়ে সাইন করে বের হয়ে গিয়েছি। ফুল টাইম অফিস করতে গেলে বিকেলে যাত্রীর চাপ হবে। কিন্তু এসে দেখি কাউন্টারে লম্বা লাইন। এখনো টিকিট হাতে পাইনি।