ঢাকার বাইরে দ্রুতগতির ইন্টারনেট চান ফ্রিল্যান্সাররা
প্রথম আলো
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩, ০৮:০৪
আমাদের মধ্যে যাঁরা তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার এবং যাঁরা ছোট উদ্যোক্তা তাঁরা ঢাকা বা বিভাগীয় শহরে থাকতে চান না। তাঁরা চান তাঁদের নিজ জেলা শহরে ছড়িয়ে-ছিটিয়ে যেতে এবং সেখানে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে। কিন্তু যেতে পারছেন না কয়েকটি কারণে।
এক. বাংলাদেশের সব জায়গায় এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত হয়নি।
দুই. ব্রডব্যান্ড বা উচ্চগতির ইন্টারনেট সংযোগ বেশির ভাগ স্থানেই সহজলভ্য নয়।
এই দুটি বিষয়ে আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তথা সরকার যদি একটু সজাগ দেয়; তবে বাংলাদেশ সরকারের অন্তত ফ্রিল্যান্স আউটসোর্সিং খাত থেকে বছরে যে আয় হওয়ার কথা, তার অনেকটাই পূরণ হয়ে যাবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে। আগামী বাজেটে ঢাকার বাইরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেট—এই দুটি বিষয়ের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।