ইয়েমেনে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ নিতে গিয়ে নিহত ৮৫
ইয়েমেনে রাজধানী সানায় দাতব্য প্রতিষ্ঠানের অর্থ বিতরণের সময় পদদলনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া পদদলিত হয়ে কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন।
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে আর্থিক সহায়তা বিতরণের ওই অনুষ্ঠান সম্পর্কে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাজধানীর বাব আল ইয়েমেন এলাকায় পদদলিত হয়ে ৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও আছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন।
একজন স্বাস্থ্য কর্মকর্তাও এএফপিকে নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।
সানায় নিযুক্ত এএফপির প্রতিনিধি বলেন, একটি স্কুলের ভেতর সহায়তা বিতরণের সময় এ ঘটনা ঘটেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পদদলিত
- পদদলিত হয়ে নিহত