You have reached your daily news limit

Please log in to continue


নগদ টাকা-স্বর্ণালংকার আত্মীয়র বাসায় বা নিজের সঙ্গে নিয়ে যাওয়া ভালো: আইজিপি

ঈদুল ফিতরের ছুটিতে বাড়িতে যাওয়ার আগে জিনিসপত্র নিয়ে বাড়তি সতর্ক থাকার বিষয়টি রাজধানীবাসীকে স্মরণ করিয়ে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার দুপুর ১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে তিনি অনুরোধ করেন, ঢাকা ছেড়ে যাওয়ার আগে বাসিন্দারা যেন তাদের নগদ অর্থ, গহনা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে যান বা তাদের আত্মীয়দের কাছে রেখে যান।

তিনি বলেন, 'ঈদের ছুটিতে সবাই গ্রামে চলে গেলে ঢাকা ফাঁকা হয়ে যাবে। এ সময় ফাঁকা বাসায় নগদ টাকা, স্বর্ণালংকার রেখে যান; এসব নিকট আত্নীয়ের বাসায় অথবা সম্ভব হলে নিজের সঙ্গে নিয়ে যাওয়া ভালো।'

তিনি আরও বলেন, ঈদে বিপুল সংখ্যক নগরবাসী গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকা চুরির ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন