তাপপ্রবাহের মধ্যে কম্বল বিতরণ করলেন তৃণমূল নেতা

যুগান্তর ভারত প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১১:৩৭

তীব্র তাপপ্রবাহে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন কম্বল বিতরণ করে আলোচনায় এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিংহ রায়।  


এ ঘটনায় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়লেও এর পক্ষে যুক্তি দিয়েছেন তিনি।  


বিমলেন্দু সিংহ রায়ের দাবি, যাদের সমালোচনা করা অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছিলাম।


প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র পানিকষ্টে ভুগছেন। এসময় তাদের পানির ব্যবস্থা না করে হঠাৎ তিনি কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধীদল ছাড়াও সাধারণ মানুষদের মুখেমুখে। এমন অদ্ভুতকাণ্ডে অবাক হয়েছেন অনেকেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও