ফেসবুকে আমি কেন মানুষকে ব্যক্তিগত আক্রমণ করি?
প্রথম আলো
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩, ১০:০৬
প্রশ্ন: আমার বয়স ২৯ বছর। পেশায় একজন ব্যাংকার। আমার অবসরের বেশির ভাগ সময় ফেসবুকে কাটে। ফেসবুকে থাকা অবস্থায় বিভিন্ন পোস্টের নিচে নেতিবাচক কমেন্ট করে থাকি। কখনো কখনো কমেন্টগুলো বেশি আক্রমণাত্মক হয়ে যায়। বিশেষ করে আমার পছন্দের রাজনৈতিক দল এবং ব্যক্তির পোস্টের নিচে অন্যরা কিছু বললে বেশি নেতিবাচক ও আক্রমণাত্মক কমেন্ট করি। এ ছাড়া কোনো পোস্টে যদি বানানগত ভুল চোখে পড়ে, তখনো ব্যক্তিগত আক্রমণ করি। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী?
মোস্তাফিজ, রংপুর
উত্তর: আপনার চিঠি পড়ে ভালো লাগছে এই ভেবে যে নিজের আচরণের ব্যাপারে সচেতন হয়ে এই বিষয়ে সহায়তা চেয়েছেন। আমরা অনেকেই নানা ধরনের আক্রমণাত্মক মন্তব্য করে অন্যের মনে কষ্ট দিয়ে থাকি, কিন্তু সেটির জন্য কিছুটা অনুতপ্ত হলেও তাঁদের কাছে দুঃখ প্রকাশ করা বা নিজেকে শুধরে নেওয়ার তেমন কোনো চেষ্টা করি না। আপনি অবশ্য জানাননি, সামাজিক মাধ্যমে আপনার ক্রোধের বহিঃপ্রকাশ দেখে কেউ আপনাকে এটি করা থেকে বিরত থাকতে বলেছেন কি না। যদি তা না হয়, তাহলে আপনি কি নিজের মধ্যেই কোনো সতর্কবার্তা শুনতে পেয়েছেন? যেভাবেই হয়ে থাকুক, আপনার এই বোধোদয় সত্যিই অত্যন্ত প্রশংসার দাবিদার।